‘প্রতি বছর ব্যালন ডি’অর মেসির পাওয়া উচিত’

লিওনেল মেসির প্রতিবছর ব্যালন ডি’অর পাওয়া উচিত বলে মনে করেন জোজেপ মারিয়া বার্তোমেউ। আর্জেন্টিনা ফরোয়ার্ডকে ইতিহাসের সেরা ফুটবলারও বলেও অভিহিত করেন বার্সেলোনার সভাপতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 02:42 PM
Updated : 20 Dec 2016, 02:42 PM

২০১৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন মেসির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। গত ৯ বছরে মেসি জিতেছেন পাঁচবার, রোনালদো চারবার।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বার্তোমেউ বলেন, “প্রতি বছর ব্যালন ডি’অর মেসির হওয়া উচিত। ফুটবল বিশ্বের ইতিহাসের সেরা খেলোয়াড় সে। অনেক বছর ধরে সে এটা রয়েছে।”

“মাঠে এবং মাঠের বাইরে আমরা তার সাফল্য দেখেছি; সে যেমন, ভবিষ্যতে তার মতো আরেকজন মেসিকে দেখাটা কঠিন হবে। আশা করি, তার মতো কেউ আমাদের ক্লাবে আসবে।”

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২০ ম্যাচে ২৩ গোল করা মেসিকে বরাবরের মতো বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিয়েছেন বার্সেলোনা সভাপতি।

“ফুটবলে অনান্য গ্রেট খেলোয়াড় আছে কিন্তু মেসি নাম্বার ওয়ান।”