মেসি অনন্য: এনরিকে

লিওনেল মেসিকে নিয়ে অনেকবার উচ্ছ্বাস দেখিয়েছেন লুইস এনরিকে। আর্জেন্টিনার এই ফরোয়ার্ড এসপানিওলের বিপক্ষে জাদুকরী ফুটবল উপহার দেওয়ার পর বার্সেলোনা কোচকে আবার বলতে হলো, মেসি অনন্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2016, 09:39 AM
Updated : 19 Dec 2016, 09:39 AM

গত রোববার রাতে কাম্প নউয়ে এসপানিওলকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। দুটি গোলে অবদান রাখার সঙ্গে একটি গোল করেন মেসি। ১৫ গোল করে ডার্বিতে সর্বোচ্চ গোলের কৃতিত্ব এখন তারই।

বরাবরই মেসির ফুটবলের মুগ্ধ দর্শক এনরিকে। এসপানিওল ম্যাচের পর আবার শিষ্যর খেলায় নিজের মুগ্ধতার কথা জানালেন তিনি।

“লিও মেসি যা করে তাতে আমরা অভ্যস্ত হতে পারি না। এটা অনন্য কিছু, যা এই কাম্প নউয়ে প্রতি ১৫ দিন পরপর ঘটে।”

দলের জয়ে জোড়া গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস। অন্য গোলটি জর্দি আলবার। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা (৩৪)। দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ জেতা রিয়াল এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। 

বার্সেলোনার ধারণা অনুযায়ী আঁটসাঁট রক্ষণ নিয়ে নেমেছিল এসপানিওল। অতিথিদের জমাট রক্ষণ ভেঙে শেষ পর্যন্ত সহজ জয়ই পায় এনরিকের দল।

“আমরা উঁচু পর্যায়ের ফুটবল খেলেছি। ওরা যখন আমাদের আক্রমণ করার চেষ্টা করেছে আমরা লম্বা পাসে পেছনের জায়গা কাজে লাগানোর চেষ্টা করেছি। এটা করার জন্য আমাদের আদর্শ খেলোয়াড় রয়েছে।”