ক্লাব বিশ্বকাপ জিততে মরিয়া জিদান

ফিফা ক্লাব বিশ্বকাপে ফাইনালের প্রতিপক্ষ কাশিমা অ্যান্টলার্সকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না রিয়াল মাদ্রিদ কোচ। জাপান থেকে শিরোপা নিয়ে ফিরতে উন্মুখ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2016, 02:17 PM
Updated : 17 Dec 2016, 02:17 PM

আগামী রোববার বাংলাদেশ সময় বিকাল চারটায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। স্বাগতিক দলকে সমীহ করে নিজেদের লক্ষ্যটা স্পষ্ট জানিয়ে দিলেন রিয়াল কোচ হিসেবে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জেতা জিদান।

“এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ; আমরা এখানে জেতার জন্য এসেছি।”

“আমাদের ভালো খেলতে হবে এবং আমরা জানি আমাদের কি করতে হবে। প্রতিপক্ষ আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলবে কিন্তু আমরা প্রস্তুত।”

যোগ্য দল হিসেবে কাশিমা ফাইনালে উঠেছে উল্লেখ করে জাপানের ফুটবলের উন্নতির প্রশংসা করেন জিদান।

“কাশিমা তিন ম্যাচ জিতেছে এবং তারা ফাইনালে খেলার যোগ্য। কিন্তু এক সপ্তাহের প্রস্তুতির পর আমরাও নিজেদের কাজটা করার জন্য প্রস্তুত। সাম্প্রতিক বছরগুলোতে জাপানের ফুটবল অনেক উন্নতি করেছে। কাশিমা ভালো একটি দল; খুবই সংগঠিত এবং তারা রক্ষণে ভালো।”

স্বাগতিক সমর্থকদের পাশে পাবে কাশিমা। তবে জিদানের বিশ্বাস নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ বের করে আনবে রোনালদো-বেনজেমারা।

“সমর্থকরা তাদের পক্ষে থাকবে কিন্তু এটা কোনো কিছু পরিবর্তন করবে না। আমরা আমাদের সবটুকু দেব; কেননা, ম্যাচটা জিততে হলে আমাদের সেরাটা খেলতে হবে।”