‘রোনালদো ব্যালন ডি’অর জয়ী কিন্তু মেসি সেরা’

আরও একবার লিওনেল মেসিকে হারিয়ে বর্ষসেরার পুরস্কার জেতা ক্রিস্তিয়ানো রোনালদোকে ‘গ্রেট খেলোয়াড়’ বলেছেন বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ। কিন্তু ইতিহাসের সেরা ফুটবলারের প্রশ্নে নিজের দলের আর্জেন্টাইন তারকাকেই সবচেয়ে এগিয়ে রাখলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2016, 11:11 AM
Updated : 15 Dec 2016, 11:11 AM

গত সোমবার পাঁচবারের বর্ষসেরা মেসিকে পিছনে ফেলে চতুর্থ ব্যালন ডি’অর জেতেন রোনালদো। এর আগে জিতেছিলেন ২০০৮, ২০১৩, ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

গত মে মাসে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার দুই মাসের মধ্যে দেশকে প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন ৩১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড।

বছর জুড়ে রোনালদোর এমন চমৎকার সাফল্যের পরও বার্তোমেউয়ের কাছে ফুটবলে মেসির অবস্থান সবার শীর্ষে।

মঙ্গলবার কাতারে প্রীতি ম্যাচে আল আহলিকে ৫-৩ গোলে হারায় বার্সেলোনা। ওখানেই দলের সেরা খেলোয়াড়ের প্রশংসায় বার্তোমেউ বিন স্পোর্টসকে বলেন, “বিশ্বের এক নম্বর (ফুটবলার) লিও মেসি। সে ছিল, সে আছে এবং সেই থাকবে। তবে ক্রিস্তিয়ানো দারুণ খেলোয়াড়।”

“মেসি বিশ্বের সবসময়ের সেরা। ২৯ বছর বয়সে সে উঁচু পর্যায়ে আছে এবং প্রতি দিন আরও ভালো করছে।”

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে মেসি। লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১১টি গোল করেছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গোলদাতার তালিকাতেও ১০ গোল করে শীর্ষে আর্জেন্টিনা অধিনায়ক।