ইতিহাস গড়ে ফাইনালে জাপানের কাশিমা

জাপানের প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে কাশিমা। প্রথম সেমি-ফাইনালে তারা ৩-০ গোলে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2016, 03:08 PM
Updated : 14 Dec 2016, 03:09 PM

বুধবার জাপানের সুইতা সিটি ফুটবল স্টেডিয়ামে ৩৩তম মিনিটে জাপানের মিডফিল্ডার সোমা দইয়ের সফল স্পটকিকে এগিয়ে যায় কাশিমা।

স্বাগতিক দলের একটি ফ্রি-কিক নেওয়ার সময় কলম্বিয়ার ফরোয়ার্ড অরলান্দো বেরিও নিজেদের ডি বক্সে নিয়ম ভাঙলে মাঠের পাশেই কম্পিউটার পর্দায় ভিডিও রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিডিওতে প্রতিপক্ষের ডিফেন্ডার তাইগো নিশিকে বেরিওর ফাউল করতে দেখা যায়।

ফিফার কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো ভিডিও রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্ত নিলেন।

এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও দুই গোল করে কাশিমা।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ ও কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর ক্লাব আমেরিকা। এই ম্যাচের বিজয়ীর সঙ্গে রোববার ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে কাশিমা।