পঞ্চম ব্যালন ডি’অর জিতবে রোনালদো: জিদান

জিনেদিন জিদানের মতে, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড পঞ্চম ব্যালন ডি’অর জিতবেন বলেও দৃঢ় বিশ্বাস কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2016, 02:35 PM
Updated : 14 Dec 2016, 02:36 PM

ক্যারিয়ারে প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়ে সোমবার চতুর্থ ব্যালন ডি’অর জেতেন রোনালদো। এর আগে ২০০৮, ২০১৩, ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন তিনি।

গত অক্টোবরে রিয়ালের ইতিহাসের সেরা গোলদাতা হন রোনালদো। এর আগে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার দুই মাসের মধ্যে দেশকে প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন তিনি। চলতি মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপও জেতে মাদ্রিদের ক্লাবটি।

এত এত সাফল্যের পর রোনালদোকে রিয়ালে খেলা সব ফুটবলারদের মধ্যে সেরা বললে মোটেও তা বাড়াবাড়ি হবে না, বিশ্বাস জিদানের।

“তার প্রেরণা চমৎকার। সে সব সময় জিততে চায়, এমনকি প্রীতি ম্যাচ অথবা অনুশীলনেও।”

“যে কোনো খেলোয়াড় রিয়াল মাদ্রিদে আসতে পারে। কিন্তু তার যা আছে (জয় করেছে) সে সব কখনোই তারা অর্জন করবে না। তাকে মাদ্রিদের ইতিহাসের সেরা বলাটা অত্যুক্তি নয়।”

“আর চতুর্থ ব্যালন ডি’অর ...। আমি মনে করি, সে আবারও এটা জিতবে।”

ক্লাব বিশ্বকাপ খেলতে বর্তমানে জাপানে আছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ইউরোপ চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।