শেষ মুহূর্তের গোলে শিরোপা লড়াইয়ে টিকে থাকল চট্টগ্রাম আবাহনী

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে সমতায় ফিরে জয়সূচক গোলের জন্য চট্টগ্রাম আবাহনীকে অপেক্ষা করতে হলো শেষ মুহূর্ত পর্যন্ত। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে ফেনী সকারকে ২-১ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামের দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2016, 11:58 AM
Updated : 13 Dec 2016, 12:51 PM

দারুণ এই জয়ে লিগ শিরোপা লড়াইয়ে টিকে থাকল চট্টগ্রাম আবাহনী। আর তিন রাউন্ড বাকি থাকতে শীর্ষে থাকা আবাহনীর (৪৩ পয়েন্ট) চেয়ে এখন ৩ পয়েন্ট পিছিয়ে তারা।

লিগে প্রথম পর্বে ফেনী সকারকে ১-০ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী।

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার চমক উপহার দিয়ে ষোড়শ মিনিটে এগিয়ে যায় ফেনী সকার। ডান দিক থেকে চৌমরিন রাখাইনের কাট ব্যাকে মাহবুবুল আলম হিমুর প্লেসিং ঠিকানা খুঁজে পায়।

শিরোপা লড়াইয়ে থাকা চট্টগ্রামের দলটি সমতায় ফেরে ১০ মিনিট পর। অধিনায়ক মামুনুল ইসলামের ফ্রি-কিকে নাসিরউদ্দিনের হেড জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাখাইনের প্রচেষ্টা রুখে দিয়ে চট্টগ্রাম আবাহনীকে ম্যাচে রাখেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। যোগ করা সময়ে নাইজেরিয়ার ফরোয়ার্ড এলিসন উডোকা ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে চট্টগ্রাম আবাহনীর ৩ পয়েন্ট নিশ্চিত করা গোলটি করেন।

শেষ মুহূর্তে হৃদয়ভাঙা হারের পর ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ফেনী সকার আছে অবনমনের ঝুঁকিতে।