‘মেসি-রোনালদো দুই দানব’
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2016 11:57 AM BdST Updated: 13 Dec 2016 02:22 PM BdST
লিওনেল মেসিকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই দুই তারকার পেছনে তৃতীয় হতে পেরে খুশি অঁতোয়ান গ্রিজমান। আতলেতিকো মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড জানেন, সময়ের সেরা দুই ‘দানব’ ফরোয়ার্ডকে পেছনে ফেলা সম্ভব না।
রোনালদো ও মেসির মতো সাফল্য মোড়ানো হয়নি কিন্তু গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন গ্রিজমানও। আতলেতিকোকে তুলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। জাতীয় দল ফ্রান্সের হয়ে খেলেন ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দুটি আসরেই রোনালদোর দলের কাছে হেরেছেন গ্রিজমান।
তবে তৃতীয় হলেও দারুণ অনুভব করছেন গ্রিজমান। লেকিপ টিভিকে তিনি বলেন, “(তৃতীয় হওয়াটা)এটা অনেক গর্বের, অনেক-অনেক আনন্দের এবং কিছুটা অপ্রত্যাশিতও।”
“সেরা তিনে থাকায় আমি খুশি এবং যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ। আমি ঠিক পথে আছি, আমাদের কাজ করে যেতে হবে।”
রোনালদো ও মেসিকে পেছনে ফেলে ডি’অর জেতা সহজ হবে না বলে মেনে নিচ্ছেন গ্রিজমান। তবে সময়ের দুই সেরা তারকাকে প্রশংসা করে ২৫ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড সামনের দিনগুলোতে চেষ্টার ত্রুটি করবেন না বলেও জানান।
“মেসি ও রোনালদো হচ্ছেনন দুই দানব; দুই কিংবদন্তি। তাদের পেছনে থাকাও গর্বের, আনন্দের। আমার গোল করা, কাজ করা, আনন্দ নেওয়া এবং সমর্থকদের আনন্দ দিয়ে যেতে হবে।”
“মেসি ও রোনালদোকে আগামীতে পেছনে ফেলা কঠিন হবে। তবে আমরা আরও ওপরে যাওয়ার চেষ্টা করব। আমি আশা করি, এটা এবারের মতোই চলবে এবং ২০১৭ সালটাও এ বছরের মতো ভালো হবে।”
-
সিটির পাগলাটে ঘুরে দাঁড়ানো আগুয়েরোর কীর্তির চেয়ে বড়?
-
দুই গোল খেয়ে ঘাবড়ে গিয়েছিল সিটি
-
রিয়ালের কষ্টটা বুঝতে পারছেন এমবাপে
-
লিগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের আকাঙ্ক্ষা বেড়ে গেছে লিভারপুলের
-
এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস