কষ্টে হার এড়াল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2016 08:31 PM BdST Updated: 12 Dec 2016 04:46 PM BdST
প্রিমিয়ার লিগে খুঁড়িয়ে চলা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার কষ্টে হার এড়িয়েছে। দুই বার পিছিয়ে পড়ার পর আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ২-২ ড্র করেছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।
লিগের প্রথম পর্বে মোহামেডানকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল আরামবাগ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ম্যাচের ষোড়শ মিনিটে আব্দুল্লাহর কর্নারে সাজিদুর রহমানের প্লেসিং শট ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় আরামবাগ।
৩৩তম মিনিটে মোহামেডান সমর্থকদের মুখে স্বস্তির হাসি ফেরে। বাঁ দিকে থেকে ইসমাইল বাঙ্গুরার ক্রস তৌহিদুল আলম সবুজের হেড ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি মিতুল হাসান।
সমতায় ফেরা মোহামেডান এগিয়ে যেতে পারত দুই মিনিট পরই। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে প্যাট্রিসের জোরালো ভলি পোস্টে লাগে।
৭৩তম মিনিটে গোছালো প্রতিআক্রমণ থেকে মোহামেডানকে আবারও কোণঠাসা করে ফেলে আরামবাগ। বাঁ দিক থেকে দ্রুত আক্রমণে ঢোকা বদলি ফরোয়ার্ড জাফর ইকবাল আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন।
৮৭তম মিনিটে বাঙ্গুরার ব্যাক হেড থেকে ডি-বক্সের বেশ বাইরে বল পেয়ে যান প্যাট্রিস। ক্যামেরুনের এই মিডফিল্ডারের শট ঠিকানা খুঁজে পেলে আবার সমতায় ফেরে মোহামেডান।
রোববার প্রথম ম্যাচে লিওনার্দো লিমার একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারায় উত্তর বারিধারা।
১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে আরামবাগ। ১৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে মোহামেডান।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও