কস্তার গোলে শীর্ষে চেলসি

ছন্দহীন, অগোছালো ফুটবলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খেতে বসেছিল চেলসি। তবে শেষ দিকে দিয়েগো কস্তার একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2016, 02:07 PM
Updated : 11 Dec 2016, 06:47 PM

এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে চেলসি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭, দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৪।

স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে দুই দলের খেলাই ছিল অগোছালো। এরই মাঝে আচমকা দূরপাল্লার এক শটে চেলসির রক্ষণে কাঁপন ধরায় ক্রিস ব্রান্ট। ২০ গজ দূর থেকে নর্দার্ন আয়ারল্যান্ডের এই মিডফিল্ডারের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

সাত মিনিট পর ভেনেজুয়েলার ফরোয়ার্ড রনদনের জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে ফের বেঁচে যায় স্বাগতিকরা।

দুই মিনিট পর চেলসির এনগোলো কান্তের দূরপাল্লার শট পেদ্রোর পায়ে লেগে ডান পোস্টের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায়।

৭৬তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় চেলসি। সঙ্গে লেগে থাকা এক জনকে গতিতে পরাস্ত করে বল পায়ে বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্পেনের কস্তা।

এবারের লিগে ব্রাজিলে জন্ম নেওয়া কস্তার এটি দ্বাদশ গোল। গোলদাতার তালিকায় ১১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর্সেনালের আলেক্সিস সানচেস।