শেখ জামালকে রুখে দিল ব্রাদার্স
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2016 06:18 PM BdST Updated: 10 Dec 2016 06:41 PM BdST
প্রিমিয়ার লিগের প্রথম পর্বে নয় গোলের রোমাঞ্চে হেরেছিল ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় পর্বে আর হারেনি সৈয়দ নাইমুদ্দিনের দল। শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে তারা।
প্রথম লেগে ব্রাদার্স ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়েছিল শেখ জামাল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার শেখ জামালের আক্রমণে ছিল না চেনা ধার। অন্যদিকে প্রতিআক্রমণে সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি ব্রাদার্সের মান্নাফ রাব্বী, এনকোচা কিংসলেরা। দুই দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় ম্যাচটি।
আগেই মুকুট হারানো নিশ্চিত হয়ে যাওয়া শেষ জামাল ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ব্রাদার্স।
লিগের শিরোপা লড়াইয়ে এগিয়ে আবাহনী লিমিটেড। শনিবার শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে নামার আগে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট আবাহনীর। চট্টগ্রাম আবাহনী ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
ট্যাগ :
আরও পড়ুন
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ফেব্রুয়ারির সেরা মেসি