হোঁচট খেলেও রেকর্ড জিদানের রিয়ালের

নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় বঞ্চিত হলেও ইতিহাস গড়েছে রিয়াল মাদ্রিদ। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থেকে ক্লাব ইতিহাসের রেকর্ড ছুঁয়েছে জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 08:12 AM
Updated : 8 Dec 2016, 10:00 AM

এর আগে ১৯৮৮ সালের অক্টোবর থেকে ১৯৮৯ সালের এপ্রিল পর্যন্ত ডাচ কোচ লেও বিনহাকারের অধীনে ৩৪ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল।

জিদানের রিয়ালের এবারের অপরাজিত যাত্রা শুরু হয় গত এপ্রিলে নিজেদের মাঠে এইবারকে ৪-০ গোলে হারিয়ে। গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলের ড্রতে আবারও টানা ৩৪ ম্যাচ হারের মুখ না দেখে থাকল রিয়াল।

এই ৩৪ ম্যাচের মধ্যে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি জিতেছে ২৫টি ম্যাচ, ড্র করেছে নয়টি। এর মধ্যে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো গোল করেছেন ২১টি।