রোনালদো নয়, মেসির হাতেই ব্যালন ডি’অর দেখছেন নেইমার
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2016 01:25 PM BdST Updated: 08 Dec 2016 01:25 PM BdST
যে আর যাই বলুন না কেন, এবারের ব্যালন ডি’অর লিওনেল মেসির হাতে দেখছেন নেইমার। আরেক দাবিদার ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসা করলেও ব্রাজিল ফরোয়ার্ড তার বার্সেলোনা সতীর্থকেই এ পুরস্কারের যোগ্য বলে মনে করেন।
অনেকের বিবেচনাতেই পাঁচবার ব্যালন ডি’অর জেতা মেসির চেয়ে এবার এগিয়ে আছেন রোনালদো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই পর্তুগিজ ফরোয়ার্ড পর্তুগালকে এনে দিয়েছেন প্রথম ইউরোর মুকুট। ২০১৫-১৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ গোল করা রোনালদো ইউরোতেও লক্ষ্যভেদ করেন তিনবার।
বার্সেলোনার হয়ে লা লিগার শিরোপা জেতা মেসির হাত ধরে আর্জেন্টিনা উঠেছিল কোপা আমেরিকার ফাইনালে। চিলির কাছে হেরে সে স্বপ্ন গুঁড়িয়েছিল মেসির; আর্জেন্টিনারও। তবে নেইমার মেসিরই পক্ষে।
“আমি জানি না, কে জিতবে কিন্তু আমার কাছে শুধু একজনই সেরা এবং সেটা মেসি।”
তিন বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা রোনালদোর প্রশংসা করতে ভোলেননি ব্রাজিলের এই ফরোয়ার্ড। তবে আগামী সোমবার ব্যালন ডি’অর মেসি জিতবেন বলে বিশ্বাস নেইমারের।
“রোনালদো দারুণ খেলোয়াড়। সে অনেক বছর ধরে বিশ্বমানের এবং আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু আমার কাছে একমাত্র মেসিই এটার যোগ্য।”
২০১৬-১৭ মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করেছেন মেসি; এর মধ্যে লা লিগায় ৯টি, চ্যাম্পিয়ন্স লিগে ১০টি।
চলতি মৌসুমে লিগে মেসির চেয়ে এক গোল (১০টি) বেশি করেছেন রোনালদো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডের গোল মাত্র দুটি।
-
সিটির পাগলাটে ঘুরে দাঁড়ানো আগুয়েরোর কীর্তির চেয়ে বড়?
-
রিয়ালের কষ্টটা বুঝতে পারছেন এমবাপে
-
লিগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের আকাঙ্ক্ষা বেড়ে গেছে লিভারপুলের
-
এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
টিভিতে আজ
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
সর্বাধিক পঠিত
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি