কাম্প নউয়ে ১ পয়েন্ট পাওয়া সহজ নয়: জিদান

পিছিয়ে পড়ার ধাক্কা শেষ মুহূর্তের গোলে সামলে ক্লাসিকোয় ড্র করে রিয়াল মাদ্রিদ। এ ড্রয়ে জয়ের আনন্দ নেই বলে জানালেও রিয়াল কোচ জিনেদিন জিদান ঠিকই পয়েন্ট নিয়ে ফেরার স্বস্তি পেয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 12:58 PM
Updated : 4 Dec 2016, 01:29 PM

গত শনিবার রাতে ৯০তম মিনিটে সের্হিও রামোসের গোলে কাম্প নউ থেকে ১-১ ড্র নিয়ে ফেরে রিয়াল। ড্রয়ের প্রতিক্রিয়ায় স্বস্তির কথা জানান জিদান।

“এটা স্রেফ ১ পয়েন্ট।… এখানে (কাম্প নউয়ে) এটা পাওয়া সহজ নয়।”

গত ৬ এপ্রিল থেকে হারের স্বাদ পায়নি রিয়াল। অন্যদিকে শিরোপাধারী বার্সেলোনা লা লিগায় নিজেদের গত তিন ম্যাচে জয়ের দেখা পায়নি। মৌসুমের প্রথম ক্লাসিকোয় ড্র হওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে রিয়াল। তবে জিদান ভাবনাটা অন্যরকম।

“আমরা ৬ পয়েন্টে এগিয়ে আছি কিন্তু এটা কোনো কিছু পরিবর্তন করবে না। আমি মনে করি না, এই ড্র বার্সেলোনার আত্মবিশ্বাসে আঘাত করবে। আমরা অবশ্যই কাজ চালিয়ে যাব, এটাই খুবই দীর্ঘ মৌসুম।”

লুকা মদ্রিচের ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করা রামোসের গোলটি নিয়ে বিস্মিত হননি বলেও জানান রিয়াল কোচ।

“রামোস আমাকে বিস্মিত করেনি। সে কখনও হাল ছেড়ে দেয় না। সে ওখানে ছিলই গোলটি করার জন্য এবং আমি তার জন্য খুশি।”

“আমি খুশি কারণ আমাদের বিশ্বাস ছিল শেষ পর্যন্ত আমরা পারবো।”