ক্লাসিকোয় বার্সা ভালো খেলেছে: সুয়ারেস

মৌসুমের প্রথম ক্লাসিকোয় শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারানোয় হতাশার শেষ নেই লুইস সুয়ারেসের। তবে পারফরম্যান্সের বিচারে নিজেদেরই এগিয়ে রাখছেন বার্সেলোনার এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 11:55 AM
Updated : 4 Dec 2016, 01:30 PM

শনিবার ঘরের মাঠ কাম্প নউয়ে লুইস সুয়ারেসের হেডে ৫৩তম মিনিটে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর ভালো দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি ও নেইমার। তারপরও ওই গোলের ব্যবধান ধরে রেখে জয়ের নাগালেই পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু ৯০তম মিনিটে সের্হিও রামোস হেডে জয়বঞ্চিত হয় কাতালান ক্লাবটি।

ফলে লা লিগায় শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধানটা আছে আগের মতোই। ১৪ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা রিয়ালের। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

কাঙ্ক্ষিত জয় মেলেনি; তবে উরুগুয়ের এই তারকার মতে জেতার জন্য যথেষ্টই করেছে তারা।

বিন স্পোর্টসকে তিনি বলেন, “ফুটবলে এমনটা ঘটে। ফুটবলে ব্যাপারটাই এরকমই। আমরা কঠিন পরিশ্রম করেছি, কিছু সুযোগ পেয়েছি, কিন্তু সেগুলো আপনি কাজে লাগাতে না পারলে এ রকম ঘটনা ঘটবে।”

“ঘরের মাঠে খেলার সময় আমাদের খুব শক্তিশালী হতে হবে এবং আমাদের কাজ করে যেতে হবে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু দিয়ে যেতে হবে।”

“আমার মতে, আমরা ভালো দল ছিলাম এবং আমরা সম্ভবপর সব কিছু করেছি। এখন আমাদের শক্তিশালী হতে হবে এবং লেগে থাকতে হবে।”