রামোসের শেষ সময়ের গোলে জয় পেল না বার্সা

প্রথমার্ধে ছন্দ হারিয়ে ফেলা বার্সেলোনা দারুণভাবে ফিরেছিল দ্বিতীয়ার্ধে। অনেকগুলো সুযোগ নষ্ট করেও লুইস সুয়ারেসের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ও দেখছিল স্বাগতিকরা। তবে ম্যাচের শেষ মুহূর্তে সের্হিও রামোসের গোলে সমতায় শেষ হলো মৌসুমের প্রথম ক্লাসিকো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2016, 05:18 PM
Updated : 4 Dec 2016, 01:30 PM

লা লিগায় এ নিয়ে টানা তিনটি ম্যাচ ড্র করলো লুইস এনরিকের দল। অন্যদিকে এ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিতই থাকলো রিয়াল।

শনিবার কাম্প নউতে ১-১ গোলের এই ড্রয়ে শীর্ষে থাকা জিনেদিন জিদানের দলের সঙ্গে বার্সেলোনার ব্যবধান ৬ পয়েন্টই থাকল।

মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে দুই দলের অবস্থান ছিল যেন দুই মেরুতে। টানা ৩২ ম্যাচ অপরাজিত থেকে খেলতে নেমেছিল রিয়াল। অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে গত চার ম্যাচের তিনটিতেই হোঁচট খেয়েছিল বার্সেলোনা। এর মধ্যে লা লিগার আগের দুটি ম্যাচে ড্র করা দলটি হেরে গেলে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়তো অনেকখানি।

প্রথমবারের মতো লিওনেল মেসির নেতৃত্বে ক্লাসিকো খেলতে নামা স্বাগতিকরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি প্রথমার্ধে।

দশম মিনিটে ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন নেইমার। ব্রাজিল ফরোয়ার্ডের ক্রস থেকে সের্হি রবের্তোর ভলি রামোসের বাহুতে লাগলে পেনাল্টির আবেদন জানিয়েছিল বার্সেলোনার খেলোয়াড়রা। রেফারি সাড়া দেননি। 

সাত মিনিট পর মেসির ফ্রি-কিকে বল যায় গোলরক্ষক কেইলর নাভাসের হাতে। ২১তম মিনিটে নেইমারের কাটব্যাকে অনেকটা ফাঁকায় থাকা সুয়ারেসের শট ঠেকিয়ে দেন রাফায়েল ভারানে।

পরের মিনিটেই লুকাস ভাসকেসের ক্রসে ডি-বক্সের ভেতর থেকে করিম বেনজেমার ভলি প্রতিহত হয় বার্সেলোনার রক্ষণে।

৩৭তম মিনিটে বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়েছিলেন রোনালদো। কর্নারের বিনিময়ে জোরালো শটটি ঠেকান মার্ক আন্ড্রে টের স্টেগান।

দ্বিতীয়ার্ধে অবশ্য স্বাগতিকরা ছন্দ খুঁজে পায়। ৫৩তম মিনিটে বাঁ দিক থেকে নেইমারের ফ্রি-কিকে লাফিয়ে উঠে হেড করে বল জালে পাঠান সুয়ারেস।

৬৮তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন নেইমার। ডি-বক্সে একজনকে কাটিয়ে তার নেওয়া শট যায় ক্রসবারের সামান্য উপর দিয়ে। এমন সুযোগ নষ্ট বিশ্বাসই করতে পারছিলেন না কোচ এনরিকে। একটু পর ইনিয়েস্তার শট জড়ায় সাইড নেটে।

৭১তম মিনিটে নেইমারের জোরালো শট ঠেকিয়ে রিয়ালকে বাঁচান ভারানে। ৮২তম মিনিটে সহজ সুযোগ নষ্টের তালিকায় নাম লেখান মেসিও। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে শট নিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে বল যায় দূরের পোস্টের বাইরে দিয়ে।

এত সুযোগ নষ্টের পরও জয় দেখছিল কাম্প নউয়ের প্রায় ৯০ হাজার দর্শক। তবে তা আর হতে দিলেন না রামোস। ৯০তম মিনিটে লুকা মদ্রিচের ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে রিয়ালকে সমতায় ফেরান রিয়াল অধিনায়ক।

১৪ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকা রিয়ালের। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

দিনের প্রথম ম্যাচে গ্রানাদার মাঠে ২-১ গোলে হেরে গেছে সেভিয়া। বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে তারা।

আরেক ম্যাচে দ্বাদশ স্থানে থাকা এসপানিওলের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খেয়েছে শিরোপাপ্রত্যাশী আতলেতিকো মাদ্রিদ। ভিসেন্তে কালদেরনে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। চতুর্থ স্থানে থাকা দিয়েগো সিমেওনের দলের পয়েন্ট ২৫।