চট্টগ্রাম আবাহনীর কষ্টের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2016 05:03 PM BdST Updated: 03 Dec 2016 05:54 PM BdST
প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে আরামবাগ ক্রীড়া সংঘকে কষ্টে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। এলিসন উডোকার একমাত্র গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্বাধীনতা কাপ জিতে মৌসুম শুরু করা দলটি।
প্রথম পর্বে গোলশূন্য ড্রয়ে চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছিল আরামবাগ।
লিগে একাদশ জয় পাওয়া চট্টগ্রাম আবাহনী ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনীর (৩৯) সঙ্গে ব্যবধান কমালো। আবাহনী অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার আরামবাগের রক্ষণে চাপ ধরে রেখে ২৯তম মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মামুনুল ইসলামের কর্নারে উডোকার হেড আটকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক মিতুল হাসান।
পিছিয়ে পড়া আরামবাগ প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরার ভালো দুটি সুযোগ নষ্ট করে। ৩৯তম মিনিটে জাফর ইকবালের ফ্রি-কিকে মোহাম্মদ আব্দুল্লাহর ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়। একটু পর সতীর্থের ক্রসে আবু সুফিয়ান সুফিল পা ছোঁয়ালেও বল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭১তম মিনিটে মরোক্কোর মিডফিল্ডার তারিক আল জানাবির শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি চট্টগ্রামের দলটি। শেষ দিকে সুফিলের আরেকটি প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে পঞ্চম হার নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটোর দল। ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে আরামবাগ।
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল