লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
ইথিওপিয়ারদূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা হয়েছেন বছরের সেরা মহিলা অ্যাথলেট। ২৫ বছর বয়সী এই অ্যাথলেটরিও দে জেনেইরো অলিম্পিকে ১০ হাজার মিটারে ২৩ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙে সোনা জেতেন।
২০০৮, ২০০৯,২০১১, ২০১২ ও ২০১৩ সালে আইএএএফের সেরা বর্ষসেরা অ্যাথলেট বোল্ট ষষ্ঠবারের মতো পুরস্কারজিতে দারুণ খুশি।
“অবশ্যইএটা অনেক বড় ব্যাপার। আপনি বর্ষসেরা অ্যাথলেট হবেন, তার মানে হচ্ছে আপনার সব পরিশ্রমেরফলটা পাওয়া যাচ্ছে।”
আগামী বছরবিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের পর অবসর নেবেন বোল্ট।