বর্ষসেরা কোচের লড়াইয়ে জিদান, রানিয়েরি, সান্তোস

২০১৬ সালের বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন জিনেদিন জিদান, ক্লাওদিও রানিয়েরি ও ফের্নান্দো সান্তোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2016, 12:10 PM
Updated : 2 Dec 2016, 04:17 PM

শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরুর পাঁচ মাসের মধ্যে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ফরাসি কোচ জিদানের দারুণ সম্ভাবনা আছে পুরস্কারটি জেতার।

চলতি মৌসুমেও তার অধীনে দুর্দান্ত খেলে চলেছে মাদ্রিদের ক্লাবটি। এ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত দলটি এবারের লা লিগার পয়েন্ট তালিকায় আছে শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ভালো সম্ভাবনা আছে ইতালিয়ান কোচ রানিয়েরিরও। ২০১৪-১৫ মৌসুমে কোনোরকমে অবনমন এড়ানো দল লেস্টার সিটিকে গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করানোর মূল কারিগর তো তিনিই।

গত মৌসুমের চমক জাগানো লেস্টার চলতি প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলছে তারা। গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকতে তারাও নকআউট পর্বে উঠেছে।

জাতীয় দলের কোচদের মধ্যে বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন শুধু সান্তোস। তার অধীনেই জুন-জুলাইয়ে ফ্রান্সে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে পর্তুগাল।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বেও ভালো অবস্থানে আছে সান্তোসের শিষ্যরা। প্রথম ম্যাচে হারলেও টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে তারা।

আগামী ৯ জানুয়ারি জুরিখে ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা কোচের নাম ঘোষণা করা হবে।