‘মেসি, নেইমার, সুয়ারেস বিশ্বসেরা তিন’

লিভারপুলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োর মতে, বার্সেলোনার লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেস ফুটবল বিশ্বের তিন সেরা খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2016, 12:20 PM
Updated : 1 Dec 2016, 12:20 PM

ফুটবল বিশেষজ্ঞ ও সমর্থকদের মধ্যে অনেক দিন ধরেই মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে সেরার প্রশ্ন নিয়ে বিতর্ক চলে আসছে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দেশের হয়ে ইউরো ২০১৬ জিতে এ বছরের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

তবে রোনালদোর প্রশ্নাতীত সক্ষমতার কথা বিবেচনায় রেখেই ব্রাজিলের মিডফিল্ডার কৌতিনিয়োর বিশ্বাস, মেসি-নেইমার-সুয়ারেস একসঙ্গে খেলে একে অপরকে বিশ্বসেরা হতে সাহায্য করে।

ফোরফোরটুকে কৌতিনিয়ো বলেন, “আমার কাছে বিশ্বের সেরা তিন খেলোয়াড় হলো এমএসএন আক্রমণত্রয়ী।”

“অবশ্যই অন্যরাও আছে, রিয়াল মাদ্রিদেও আছে ক্রিস্তিয়ানো রোনালদো মতো খেলোয়াড়। কিন্তু ওই তিন জন একে অপরকে পূর্ণ করে। একজন গতিসম্পন্ন, অন্য জন দক্ষ এবং আরেক জন সর্বোচ্চ গোলদাতা। তাই সত্যিই তারা একে অপরকে পূর্ণ করে।"

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ে অসামান্য অবদান রাখা ‘এমএসএন’ ত্রয়ী  মোট ১২২ গোল করেন। পরের মৌসুমে তারা ছাড়িয়ে যান পূর্বের পারফরম্যান্স; করেন রেকর্ড ১৩১ গোল।