রিয়ালের বিপক্ষে খেলতে প্রস্তুত বার্সা অধিনায়ক

রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে দারুণ একটা সুখবর পেয়েছে বার্সেলোনা। চোট কাটিয়ে ফেরা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে খেলতে প্রস্তুত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2016, 03:06 PM
Updated : 29 Nov 2016, 03:06 PM

৩২ বছর বয়সী এই মিডফিল্ডার গত মাসে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন। সুস্থ হয়ে গত শুক্রবার অনুশীলনে ফেরেন স্পেনের এই তারকা।

আগামী শনিবার নিজেদের মাঠ কাম্প নউয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেন, “চিকিৎসকদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছে ইনিয়েস্তা। তবে এটা শুধুই আনুষ্ঠানিকতা। সে ফিট এবং সে আমাদের সঙ্গে অনুশীলন করেছে।”

গত রোববার লিগে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-১ গোলের ড্র ম্যাচে ছিলেন না ইনিয়েস্তা। ওই হোঁচটের পর লিগের পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে বার্সেলোনা।

তবে বুধবার কোপা দেল রের সেরা-৩২ এর প্রথম লেগে এরকুলেসের বিপক্ষে খেলতে পারবেন না ইনিয়েস্তা।

এই প্রসঙ্গে এনরিকে বলেন, “আন্দ্রেস (ইনিয়েস্তা) আগামীকাল খেলবে না কারণ সে নিষিদ্ধ। তাকে পাওয়া গেলে সে কয়েক মিনিট খেলত।”

টানা দুই ম্যাচ ড্র করে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রিয়াল ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।