নাজমা-রোমানার রেকর্ডের দিনে সোনার হাসি মাহফুজারও

জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে হওয়া ছয় রেকর্ডের দুটি গড়েছেন নাজমা খাতুন। আগের দিন আলো ছড়ানো রোমানা আক্তার, নাঈমা আক্তার সোনালীও গড়েছেন রেকর্ড। রেকর্ড গড়তে না পারলেও প্রিয় ইভেন্ট ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক থেকে সোনা জিতেছেন গত এসএ গেমসে বাংলাদেশকে দুটি সোনার পদক এনে দেওয়া মাহফুজা খাতুন শিলা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 04:02 PM
Updated : 28 Nov 2016, 04:02 PM

সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রথম রেকর্ডটি গড়েন জুয়েল আহমেদ। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ২০১২ সালে নিজের গড়া ৪ মিনিট ৫৫ দশমিক ২২ সেকেন্ডের রেকর্ড বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু ভেঙেছেন ৪ মিনিট ৫২ দশমিক ১৫ সেকেন্ডে সাঁতার শেষ করে। ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও সেরা হয়েছেন এই সাঁতারু (২ মিনিট ১৮ দশমিক ৯৩ সেকেন্ড)।

৫৩ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে পুরুষ ১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছেন মাহফিজুর রহমান সাগর।

১০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে সবুরা খাতুনের রেকর্ড এবার নিজের করে নিয়েছেন নাজমা। ১০০ মিটার ফ্রিস্টাইলে ২০১০ সালে সবুরার গড়া (১ মিনিট ৫ দশমিক ৯১ সেকেন্ড) রেকর্ড নাজমা ভেঙেছেন ১ মিনিট ৫ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে। ৫ মিনিট ৭ দশমিক ১০ সেকেন্ডে ৪০০ মিটার ফ্রিস্টাইল শেষ করে ছয় বছর আগে সবুরার গড়া (৫ মিনিট ১২ দশমিক ৩ সেকেন্ড) রেকর্ডও ভেঙেছেন তিনি। ৫০ মিটার বাটারফ্লাইয়ের সোনাও (৩১ দশমিক ১৭ সেকেন্ড) জিতেছেন নাজমা।

হাঁটুর চোটে প্রথম দিন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা হারানো মাহফুজা প্রিয় ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে হেসেছেন সোনার হাসি। ৩৫ দশমিক ২৮ সেকেন্ড সাঁতার শেষ করেন গত এসএ গেমসে বাংলাদেশকে দুটি সোনা এনে দেওয়া এই তারকা সাঁতারু।

আগের দিন দুটি রেকর্ড গড়া রোমানা আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জিতেছেন ২০১৪ সালে নিজের গড়া রেকর্ড ভেঙে। ৫ মিনিট ৫৫ দশমিক ২০ সেকেন্ড সময়কে এবার ৫ মিনিট ৪৭ দশমিক ৫৯ সেকেন্ড উন্নীত করেছেন তিনি।

২ মিনিট ৪৪ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়েছেন নাঈমা। ২ মিনিট ৪৯ দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে ২০১০ সালে আগের রেকর্ডটি গড়েছিলেন সবুরা।

রেকর্ড গড়ে মেয়েদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। ৪ মিনিট ২৫ দশমিক ৮৩ সেকেন্ড সময় নিয়ে মাহফুজা-লিমা-সোনিয়া-নাজমা সাঁতার শেষ করেন। আগের সেরা টাইমিং ছিল ৪ মিনিট ৩০ দশমিক ৩২ সেকেন্ড।

এছাড়া ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ফয়সাল আহমেদ (৪ মিনিট ২৪ দশমিক ৩ সেকেন্ড) এবং ৫০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ (২৬ দশমিক ২৪ সেকেন্ড) সোনা জিতেছেন।

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা জিতেছেন আরিফুল ইসলাম (৩০ দশমিক ২০ সেকেন্ড)।  পুরুষ ৪*১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা নৌবাহিনীকে এনে দিয়েছেন মাহফিজুর-আসিফ-মাহমুদুন্নবী-অনিক (৩ মিনিট ৪০ দশমিক ৯৪ সেকেন্ড)।

১৪টি সোনা এবং নয়টি করে রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ৩২টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা সেনাবাহিনী জিতেছে ১০টি সোনা, ১৪টি রুপা ও ৮টি ব্রোঞ্জ।