'এভাবে খেললে লিগ জিততে পারবে না বার্সা'

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের পারফরম্যান্সে হতাশ জেরার্দ পিকে। এভাবে খেলতে থাকলে লিগ জেতা সম্ভব নয় বলে মনে করেন বার্সেলোনার এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2016, 10:02 AM
Updated : 28 Nov 2016, 10:02 AM

সোসিয়েদাদের মাঠ থেকে রোববার রাতে ১-১ গোলে ড্র করে ফেরে কাতালান ক্লাবটি। দল এত বাজে খেলেছে যে এই ফলকেও ভাগ্যপ্রসূত মনে হয়েছে কোচ লুইস এনরিকের কাছে।

ম্যাচ শেষে পিকে বলেন, "আমরা পারফরম্যান্স আর মনোভাবের দিক থেকে হেরে গেছি। প্রথমাধেই শেষ হয়ে গেছি আমরা। এভাবে লা লিগা জেতা খু্ব কঠিন হবে।"

"তারা আমাদের ভালোভাবে চাপ দিয়েছে আর আমাদের খেলাটা খেলতে দেয়নি। আপনি বলতেই পারবেন না এটা বার্সা ছিল, কিন্তু আজকে ড্র করাটা খুব খারাপ নয়।"

সোসিয়েদাদের বিপক্ষে প্রথমার্ধে গোড়ালির গাঁটে চোট পান পিকে। তবে আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে খেলার বিষয়ে আশাবাদী স্পেনের এই ডিফেন্ডার।

"আমার মনে হয়, আমি ঠিক আছি। প্রথমার্ধে গোড়ালির গাঁটে চোট পেয়েছি কিন্তু শনিবার খেলার ব্যাপারে আশাবাদী আমি।"

"এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আর আমি জানি যে সমর্থকরা সাড়া দেবে। আমরা দারুণ একটি দলের বিপক্ষে খেলব, এই মুহূর্তে লিগের সেরা তারা।"

এই ড্রয়ের পর ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩।