টটেনহ্যামকে হারিয়ে চেলসির শীর্ষস্থান পুনরুদ্ধার

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানের লড়াইটা বেশ জমে উঠেছে। এক দিনে এর হাতবদল হলো তিনবার। দিনের প্রথম ম্যাচে জিতে শীর্ষে ওঠে ম্যানচেস্টার সিটি। তিন ঘণ্টার মধ্যে তাদের হটিয়ে দেয় লিভারপুল। সবশেষে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 08:29 PM
Updated : 26 Nov 2016, 08:31 PM

স্ট্যামফোর্ড ব্রিজে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লিগের ত্রয়োদশ রাউন্ডের ম্যাচটি ২-১ গোলে জিতেছে চেলসি।
 
ঘরের মাঠে একাদশ মিনিটে সুইডেনের মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনের গোলে পিছিয়ে পড়া চেলসি বিরতির খানিক আগে সমতায় ফেরে। স্কোরলাইন ১-১ করা গোলটি করেন স্পেনের মিডফিল্ডার পেদ্রো।
 
দ্বিতীয়ার্ধের শুরুতেই জয়সূচক গোলটি পেয়ে যায় চেলসি। সের্হিও আগুয়েরোর সঙ্গে যুগ্মভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা দিয়েগো কস্তার দারুন পাস পেয়ে বল জালে জড়ান নাইজেরিয়ার মিডফিল্ডার ভিক্তর মোজেজ।
 
শীর্ষে ফেরা চেলসির পয়েন্ট ১৩ ম্যাচে হলো ৩১।
 

দিনের প্রথম ম্যাচে আগুয়েরোর জোড়া গোলে বার্নলিকে ২-১ গোলে হারানো সিটির পয়েন্ট ৩০। পরে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারানো লিভারপুলের পয়েন্টও ৩০; তবে গোল ব্যবধানে এগিয়ে ইয়ুর্গেন ক্লপের দল।
চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫, এক ম্যাচ কম খেলেছে তারা। ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম।
আরেক ম্যাচে মিডলসবরোর সঙ্গে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে লেস্টার সিটি।