ঘরের মাঠে বায়ার্নের কষ্টের জয়

বুন্ডেসলিগায় নিজেদের মাঠে কষ্টে জিতেছে বায়ার্ন মিউনিখ। বেয়ার লেভারকুজেনকে হারিয়ে শীর্ষে থাকা লাইপজিগের সঙ্গে ব্যবধান কমিয়েছে কার্লো অ্যানচেলত্তির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 07:59 PM
Updated : 26 Nov 2016, 07:59 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লেভারকুজেনের বিপক্ষে বায়ার্নের জয়টি ২-১ গোলের। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রতিযোগিতার শিরোপাধারীরা। ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে লেভারকুজেন।

শুক্রবার রাতে ফ্রেইবুর্গের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফেরা প্রতিযোগিতার নবাগত দল লাইপজিগ ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

ঘরের মাঠে প্রথম গোল পেতে ৩০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বায়ার্নকে। ফিলিপ লামের শট গোলরক্ষক ফেরানোর পর ফিরতি বল হেড করে লক্ষ্যভেদ করেন চিয়াগো আলকানতারা।

বায়ার্নের এগিয়ে যাওয়ার আনন্দ উড়ে যায় পাঁচ মিনিটের মধ্যে। সতীর্থের ডিফেন্সচেরা পাস থেকে লেভারকুজেনকে সমতায় ফেরান হাকান চালহানওগলু।

বিরতির পর প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় বায়ার্ন। ৫৬তম মিনিটে গত চারবারের চ্যাম্পিয়নদের জয়সূচক গোলটি করেন মাটস হুমেলস। জসুয়া কিমিচের কর্নারে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন জার্মানির এই ডিফেন্ডার।