মেসি থাকুক বার্সাতেই: গুয়ার্দিওলা

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে গুঞ্জন অনেক দিনের। অনেকে আবার আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ ঠিকানা দেখেন ম্যানচেস্টার সিটিতে। তবে ইংলিশ দলটির কোচ এমন কোনো সম্ভাবনা দেখছেন না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2016, 04:04 PM
Updated : 25 Nov 2016, 04:04 PM

গুয়ার্দিওলার চাওয়া, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি বার্সেলোনাতেই তার ক্যারিয়ারের ইতি টানুন।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় ক্যারিয়ারে সবচেয়ে সফল সময় কাটান গুয়ার্দিওলা। ওই সময়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জেতেন এই স্প্যানিশ কোচ। দারুণ সফল ওই চার মৌসুমের আকাশছোঁয়া সাফল্যে বড় ভূমিকা ছিল মেসির।

এরপর বায়ার্ন মিউনিখে তিন মৌসুমে কাটিয়ে গত জুলাইয়ে সিটিতে যোগ দেন গুয়ার্দিওলা। তখন থেকেই প্রিমিয়ার লিগের দলটিতে ২৯ বছর বয়সী মেসির যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে খবর হতে থাকে।

শনিবার প্রিমিয়ার লিগে বার্নলির মাঠে খেলবে সিটি। এই ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন নিয়ে গুয়ার্দিওলা বলেন, “আমি আপনাদের অনেকবার বলেছি, মেসি বার্সেলোনাতেই থাকবে।”

“সে বার্সেলোনাতে তার ক্যারিয়ার শেষ করবে। এটা আমার চাওয়া।”

মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেওয়া মেসি নিজেও বার্সেলোনা থেকেই ফুটবলকে বিদায় জানানোর ইচ্ছার কথা জানিয়েছেন অনেকবার। তবে সম্প্রতি আর্জেন্টিনা অধিনায়ক জানান, সম্ভব হলে ক্যারিয়ারের শেষ দিকে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে খেলতে চান।

কাতালান ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত। তবে তাকে আরও অনেক বছর ক্লাবে রাখতে নতুন চুক্তির বিষয়ে শিগগিরই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে বলে সম্প্রতি জানান ক্লাবের সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।