আবারও ব্রাদার্সের কাছে পয়েন্ট খোয়াল আবাহনী

একের পর এক আক্রমণ করে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পেল না আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও ব্রাদার্স ইউনিয়নের কাছে পয়েন্ট খোয়ালো প্রতিযোগিতাটির চারবারের চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2016, 02:23 PM
Updated : 24 Nov 2016, 02:51 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। প্রথম পর্বে ১-১ ড্রয়ে আবাহনীকে রুখে দিয়েছিল ব্রাদার্স।

১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জর্জ কোটানের দল। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। ২২ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ষষ্ঠ।

শুরু থেকে ব্রাদার্সের রক্ষণে চাপ দিতে থাকা আবাহনী প্রথমার্ধের যোগ করা সময়ে গোলবঞ্চিত হয়। লি টাকের ফ্রি-কিক পোস্টে লেগে ফেরে।

দ্বিতীয়ার্ধেও সানডে চিজোবা, লি টাক, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসরা এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত গোল। ৪৯তম মিনিটে ইমন বাবুর দূরপাল্লার জোরালো শট শেষ মুহূর্তে ফিস্ট করে ফিরিয়ে ব্রাদার্সের ত্রাতা গোলরক্ষক। একটু পর সানডের প্লেসিং শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৬৩তম মিনিটে লি টাক সুবিধাজনক জায়গায় থেকে বল লক্ষ্যে রাখতে পারেননি। শেষ দিকে লি টাক, সানডে ব্যর্থ হলে লিগে ষষ্ঠ ড্র নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

বৃহস্পতিবার প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় আরামবাগ ক্রীড়া সংঘ।