১০ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন রাজীব

১০ বছরের অপেক্ষা ফুরাল এনামুল হোসেন রাজীবের। শেষ রাউন্ডে নিয়াজ মোর্শেদকে হারিয়ে জাতীয় দাবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এই গ্র্যান্ডমাস্টার। রানারআপ হয়েছেন আরেক গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 02:25 PM
Updated : 22 Nov 2016, 06:06 PM

এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় দাবার সেরা হলেন রাজীব। শেষ বার শিরোপা জিতেছিলেন ২০০৬ সালে, প্রথমবার ১৯৯৭ সালে।
  
জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার ত্রয়োদশ রাউন্ডের গ্র্যান্ডমাস্টার নিয়াজকে হারিয়ে ১১ পয়েন্ট নিয়ে অপরাজিত থাকলেন রাজীব। ১৩ ম্যাচে রাজীবের জয় নয়টি; চারটি ড্র।
 
জাতীয় দাবার ৪২তম আসরে অন্য দুই গ্র্যান্ডমাস্টার রাকিব ও জিয়াউর রহমানের সঙ্গে ড্র করেন রাজীব।
 
ফিদে মাস্টার রেজাউল হকের সঙ্গে শেষ রাউন্ডে ড্র করে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছেন রাকিব।
 
ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়া।
 
ফিদে মাস্টার তৈয়বুর রহমান সাড়ে আট পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন; শেষ রাউন্ডে ফিদে মাস্টার মেহেদী হাসানকে হারিয়েছেন তিনি।
 
এবারের আসরে নিজেকে মেলে ধরতে পারেননি গত আসরের চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। শেষ রাউন্ডে ফিদে মাস্টার আমিনুল ইসলামের সঙ্গে ড্র করে সাড়ে ৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করেন তিনি। 
 
সাড়ে ৭ করে পয়েন্ট পাওয়া বাকি দুইজন হলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল। স্থান নির্ধারণী প্লে-অফে আগামী বুধবার মিনহাজ, নিয়াজ ও শাকিল মুখোমুখি হবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে দাবা ফেডারেশন।