এএইচএফ কাপে চাইনিজ তাইপেকেও হারাল বাংলাদেশ

এএইচএফ কাপ হকিতে জয়ের ধারায় আছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ-তাইপেকে হারিয়েছেন জিমি-চয়নরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2016, 11:49 AM
Updated : 21 Nov 2016, 01:46 PM

হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশের ৪-২ ব্যবধানের জয়ে চার গোলদাতা রোমান সরকার, আশরাফুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন।

চয়ন ও জিমির নৈপুণ্যে স্বাগতিক হংকংকেও ৪-২ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করেছিল বাংলাদেশ।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘এ’তে শীর্ষে রয়েছে বাংলাদেশ। চাইনিজ-তাইপের পয়েন্ট ৩।

চাইনিজ-তাইপের বিপক্ষে প্রথমার্ধেই ৩ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সপ্তদশ মিনিটে রোমানের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে পাঁচ মিনিট পর আশরাফুল পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলে।

২৯তম মিনিটে অধিনায়ক জিমি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে চাইনিজ তাইপে। তবে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট চয়ন পেনাল্টি কর্নার থেকেই ৫২তম মিনিটে লক্ষ্যভেদ করলে টানা দ্বিতীয় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দুই ম্যাচ মিলিয়ে ৩টি করে গোল করলেন চয়ন ও জিমি।

পুল ‘এ’-তে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বুধবার ম্যাকাওয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।