কস্তার নৈপুণ্যে শীর্ষে চেলসি

দিয়েগো কস্তার নৈপুণ্যে প্রিমিয়ার লিগের নিচের দিকের দল মিডলসবরোকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে চেলসি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2016, 06:30 PM
Updated : 20 Nov 2016, 06:36 PM

রোববার রাতে চেলসির জয়ের নায়ক কস্তা প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন।
 
প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে এগিয়ে যায় আন্তোনিও কন্তের দল। এডেন হ্যাজার্ডের কর্নারে ডি বক্সে জটলার মধ্যে থেকে বল ঠিকানায় পৌঁছে দেন কস্তা। 
 
আগের পাঁচ লিগ ম্যাচে মিডলসবরোকে হারানো চেলসি দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে। কিন্তু ব্যবধান বাড়ানো গোলের দেখা পায়নি। ৪৬তম মিনিটে মার্কোস আলোনসোর মাটি কামড়ানো শট রুখে দেন গোলরক্ষক ভিক্টোর ভালদেস।
 

৬১তম মিনিটে চেলসির সামনে ভাগ্য বাঁধ সাধে; দাভিদ লুইস থেকে বল কস্তা হয়ে পেয়ে যান পেদ্রো, স্পেনের এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট পোস্টে লেগে ফেরে। 
‘ব্লুজ’ খ্যাত দলটির এবারের লিগে এটি নবম জয়, ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। ১১ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে মিডলসবরো।
সমান ২৭ পয়েন্ট নিয়ে লিভারপুল দ্বিতীয় ও ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে আছে। 
চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। এক পয়েন্ট কম নিয়ে টটেনহ্যাম হটস্পার পঞ্চম। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ম্যানচেস্টার ইউনাইটেড।