
হংকংকে হারিয়ে এএইচএফ কাপ শুরু বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2016 06:27 PM BdST Updated: 19 Nov 2016 08:38 PM BdST
স্বাগতিক হংকংকে হারিয়ে এএইচএফ কাপ শুরু করেছে বাংলাদেশ। মামুনুর রহমান চয়ন ও রাসেল মাহমুদ জিমির নৈপুণ্যে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২০০৮ ও ২০১২ সালে এই প্রতিযোগিতায় টানা দুই বার শিরোপা জেতা বাংলাদেশের হয়ে শনিবারের ম্যাচে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট চয়ন ও ফরোয়ার্ড জিমি দুটি করে গোল করেন।
পেনাল্টি কর্নার (পিসি) থেকেই ২২তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন চয়ন। তিন মিনিট পর পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন এই ডিফেন্ডার।
৩৩তম মিনিটে পেনাল্টি থেকে জিমি ব্যবধান আরও বাড়ান। দুই মিনিট পর হংকংয়ের তিসাং কিন কান স্কোরলাইন ৩-১ করেন।
৪২তম মিনিটে সিউ চু মিং অসীম গোপকে পরাস্ত করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় হংকং। কিন্তু ৫২তম মিনিটে জিমির গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
পুল ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাকাওকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে তাইপে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- চলে গেলেন পৃথ্বীরাজ
- আমার বাবা কি মুসলমান ছিলেন না: নুজহাত চৌধুরী
- নেত্রকোণায় অর্ণবের শেষকৃত্যে মানুষের ঢল
- খুন হওয়া চীনা নাগরিকের ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’
- রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ
- প্রথম ধাপে ১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ
- ওই রাজাকারদের নাম বললে আমার দেশে আসা হবে না: গাফফার চৌধুরী
- শুধু সান্ধ্য নয়, হরেক রকম কোর্স পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়
- যে রেকর্ড শুধুই আবিদ আলির
- বোলিংয়ে সাকিবের মতো অবদান রাখার ভাবনা মাহমুদউল্লাহর