বিজেএমসির কাছে আবারও পয়েন্ট খোয়াল মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2016 05:51 PM BdST Updated: 19 Nov 2016 07:34 PM BdST
দুই গোলে এগিয়ে গিয়েও টিম বিজেএমসিকে হারাতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে ২-২ ড্রয়ে আরও একবার পয়েন্ট খুইয়েছে ঐতিহ্যবাহী দলটি।
লিগে প্রথম পর্বে ১-১ গোলে মোহামেডানকে রুখে দিয়েছিল বিজেএমসি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার গোলশূন্য প্রথমার্ধের পর ৬৯তম মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে এগিয়ে যায় মোহামেডান। অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার বুদ্ধিদ্বীপ্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড।
পরের মিনিটেই গোলমুখ থেকে বাঙ্গুরা বলে পা ছোঁয়াতে পারলে ব্যবধান দ্বিগুণ করে নিতে পারত মোহামেডান। অবশ্য ৭৪তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ২-০ করেন বাঙ্গুরাই। ডি-বক্সের মধ্যে শাহেদ ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন।
৮৪তম মিনিটে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে কাছের পোস্ট দিয়ে মোহাম্মদ নেহালকে পরাস্ত করেন বিজেএমসির এলিটা কিংসলে।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দারুণ হেডে বিজেএমসিকে সমতায় ফেরান স্যামসন ইলিয়াসু। লিগে নাইজেরিয়ার ফরোয়ার্ডের গোল হলো ১০টি।
এ ড্রয়ে লিগে মোহামেডানের ওপরেই থাকল বিজেএমসি; ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে তারা। ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে মোহামেডান।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’