আলভেসের কাছে গুয়ার্দিওলার মতোই ব্রাজিল কোচ তিতে

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে ব্রাজিলের বর্তমান কোচ তিতের দারুণ মিল দেখছেন দানি আলভেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2016, 11:09 AM
Updated : 14 Nov 2016, 11:11 AM

ইউভেন্তুসের ডিফেন্ডার আলভেস গুয়ার্দিওলার অধীনে বার্সেলোনায় দুর্দান্ত চারটি বছর কাটিয়েছেন। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল দলকে এগিয়ে নিয়ে যাওয়া তিতের কোচিংয়ে এখন মুগ্ধ আলভেস।

দুঙ্গার অধীনে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল ব্রাজিল। তিতের অধীনে টানা পাঁচ জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষ গত শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারায় তারা।

বাছাইপর্বে নিজেদের পরের ম্যাচে পেরুর বিপক্ষে আলভেস মাঠে নামলে আন্তর্জাতিক ফুটবলে এটা তার শততম ম্যাচ হবে।

দারুণ এই মাইলফলক ছোঁয়ার আগে তিতের প্রশংসায় গ্লোবো এস্পোর্তেকে আলভেস বলেন, “(গুয়ার্দিওলার) তার সঙ্গে তিতের অনেক মিল, কারণ গুয়ার্দিওলাও দারুণ কোচ।”

“মাঠে তিনি দারুণ ফল পেয়েছেন কারণ তিনিও একজন অসাধারণ কোচ। তাদের মধ্যে অনেক মিল আছে .... তারা আপনার খেলায় উন্নতি করবে। এ রকম মানুষ সবসময় আমি আমার পাশে চাই।”

ব্রাজিলের সঙ্গে চুক্তি শেষ হলে তিতে ইউরোপের কোনো দলের দায়িত্ব নিতে পারেন বলেও মনে করেন আলভেস।

“তিতে যা ইচ্ছা তাই করতে পারেন। এটা নির্ভর করে আসলে তিনি কত দূর যেতে চান।”

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সোয়া ৮টায়।