ব্রাজিলের হয়ে শততম ম্যাচের আগে কৃতজ্ঞ আলভেস

পেরুর বিপক্ষে ব্রাজিলের হয়ে শততম ম্যাচ খেলতে নামবেন ব্রাজিলের দানি আলভেস। এই মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিজেকে ভাগ্যবান ভাবছেন ইউভেন্তুসের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 05:12 PM
Updated : 13 Nov 2016, 05:12 PM

আন্তর্জাতিক ফুটবলে ১০ বছরের ক্যারিয়ারে শততম ম্যাচটি খেলতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী আলভেস।

রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুর বিপক্ষে লিমায় বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সোয়া ৮টায় ম্যাচটি খেলতে নামবে তিতের শিষ্যরা।

মাইলফলক ছোঁয়ার ম্যাচের আগে আলভেসকে স্মারক জার্সি উপহার দেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার এদু, যিনি এখন দেশটির কোচিং স্টাফের একজন।

এমন একটি মাইলফলকে পৌঁছাতে পেরে সম্মানিত বোধ করা আলভেস নিজেকে তুলনা করেন চিত্রশিল্পী পাবলো পিকাসোর সঙ্গে।

“ব্যক্তি হিসেবে আমি পিকাসোর মতো। যারা আমাকে বুঝতে পারে, তারা পছন্দ করে। যারা আমাকে বুঝতে পারে না তারা আমার জন্য লাখ লাখ অর্থ খরচ করে না।”

“এটা দারুণ এক আনন্দ আর এই মাইলফলকে পৌঁছাতে পারা একটা সন্তুষ্টি। কখনও কখনও আমি ভাবতে পারি না জাতীয় দলের হয়ে কত ভালো বিষয়ের অভিজ্ঞতা হয়েছে আর হচ্ছে আমার।”

গ্লোবো এস্পোর্তেকে আলভেস বলেন, “জাতীয় দলে থাকার মান অনেকেরই আছে। তবে আমাকে বেছে নেওয়া হয়েছে। তাই এখানে থাকতে পেরে আমি নিজেকে বিশেষ সুবিধাপ্রাপ্ত মনে করছি।”

২০০৭ সালের কোপা আমেরিকা আর ২০০৯ সালের কনফেডারেশন্স কাপ জেতাকে ক্যারিয়ারের প্রিয় মুহূর্ত বলে উল্লেখ করেন আলভেস।