বরুসিয়ার সঙ্গে ফুটবল অনুশীলন করবেন বোল্ট

অ্যাথলেটিক্স ক্যারিয়ার শেষ করার পর উসাইন বোল্ট সত্যিকার অর্থেই ফুটবল খেলার কথা ভাবছেন। আর এ লক্ষ্যে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করার কথা ভাবছেন জ্যামাইকার এই স্প্রিন্টার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 01:27 PM
Updated : 13 Nov 2016, 01:27 PM

গত অগাস্টে রিও দে জেনেইরো অলিম্পিকে ৩টি সোনা জেতেন বোল্ট। সব মিলিয়ে সর্বকালের অন্যতম সেরা এই অ্যাথলেটের অলিম্পিক সোনা ৯টি।

ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক বোল্ট ইংল্যান্ডের পত্রিকা দ্য গার্ডিয়ানকে জানান, ফুটবল খেলা নিয়ে আসলেই ভাবছেন তিনি।

ইউনাইটেডের হয়ে ফুটবল খেলার স্বপ্ন দেখেন বোল্ট।

“আমি যদি ইউনাইটেডের হয়ে খেলতে পারি আমার জন্য সেটা হবে একটি স্বপ্ন পূরণের মতো। হ্যাঁ, এটা হবে মহাকাব্য।”

লুই ফন খালের জায়গায় ইউনাইটেড জোসে মরিনিয়োকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় খুশি হয়েছেন বলে জানান বোল্ট।