নিষিদ্ধ হয়ে রিয়ালে ফিরলেন ব্রাজিলের মার্সেলো

আর্জেন্টিনার বিপক্ষে হলুদ কার্ড দেখায় বিশ্বকাপ বাছাইপর্বে পরের ম্যাচটি খেলতে পারবেন না ব্রাজিলের মার্সেলো। আগেভাগেই তাই ক্লাবে ফিরেছেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2016, 02:29 PM
Updated : 12 Nov 2016, 02:30 PM

ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়োর গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এই ম্যাচে হলুদ কার্ড দেখার আগে গত সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে একটি হলুদ কার্ড দেখেছিলেন মার্সেলো।

বাংলাদেশ সময় আগামী বুধবার সোয়া ৮টায় লিমায় স্বাগতিক পেরুর বিপক্ষে ব্রাজিল তাদের বাছাইপর্বের পরের ম্যাচটি খেলবে।

এই ম্যাচের জন্য মার্সেলোর বিকল্প হিসেবে আতলেতিকো মিনেইরোর লেফট-ব্যাক ফাবিও সান্তোসকে দলে ডেকেছেন তিতে।

৩১ বছর বয়সী এই সান্তোস ব্রাজিলের হয়ে তিনটি ম্যাচ খেলেন, যার সবকটিই ২০১২ সালে।

মার্সেলো এখন আগামী শনিবার রিয়ালের হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করবেন।