‘বার্সাই ফুটবলের শেষ কথা নয়’

বেশিরভাগ খেলোয়াড়ই বার্সেলোনায় খেলার জন্য যে কোনো কিছুই করতে প্রস্তুত। তবে বিখ্যাত এই ক্লাব ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লেখানো নিয়ে আক্ষেপ নেই চিয়াগো আলকানতারার। কাতালান এই ক্লাবই ফুটবলের শেষ কথা নয় বলে মনে করেন ব্রাজিলে জন্ম নেওয়া স্পেনের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 12:54 PM
Updated : 11 Nov 2016, 12:54 PM

১৮ বছর বয়সে ২০০৯ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়ার আগে তিন বছর কাতালান ক্লাবটির যুব একাডেমিতে কাটান আলকানতারা। এর পর চার বছরে বেশ কয়েকটি বড় শিরোপা জিতে বায়ার্নে নাম লেখান তিনি।

বায়ার্নের হয়ে তিনটি বুন্ডেসলিগা জেতা আলকানতারা জানান, তার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত ঠিকই ছিল।

“বার্সেলোনা থেকে চলে যাওয়া নিয়ে আমার দু:খ নেই। ফুটবল বৈশ্বিক, এর শেষ বার্সেলোনাতে নয়।”

ব্রাজিলের বদলে স্পেনের জাতীয় দল বেছে নেওয়ার সিদ্ধান্তকেও ঠিক মনে করেন এই মিডফিল্ডার।

“স্পেনের সঙ্গে খেলার বিষয়টি বেছে নেওয়ার দিক থেকেও ঠিক ছিলাম আমি। এটা একটা গর্ব, সিদ্ধান্তটা সহজ ছিল। আমি স্পেনকে ভালোবাসি।”

“আমার স্বপ্নগুলোর একটি হচ্ছে স্পেনের হয়ে একটি শিরোপা জেতা।”

লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর তুলনার বিষয়ে আলকানতারা বলেন, “মেসি আর ক্রিস্তিয়ানোর তুলনা নিয়ে আমি ক্লান্ত। এটা ফুটবলের জন্য ভালো নয়।”