মেসি থাকায় ব্রাজিলকে হারানোর আত্মবিশ্বাস আর্জেন্টিনায়

১৯৯৮ সালের পর আবার ব্রাজিল থেকে জয় নিয়ে ফিরতে প্রত্যয়ী আর্জেন্টিনা। চোট কাটিয়ে লিওনেল মেসি দলে ফেরায় এটা সম্ভব বলে মনে করেন দেশটির সাবেক ফরোয়ার্ড মারিও কেম্পেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 02:22 PM
Updated : 10 Nov 2016, 02:25 PM

ব্রাজিলের বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে রাশিয়া ২০১৮ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচটি খেলতে নামবে আর্জেন্টিনা।

চোটের কারণে আর্জেন্টিনার হয়ে সবশেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি মেসি। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে ফিরে পেয়ে খুশি দেশটির কোচ এদগার্দো বাউসা।

কাদেনা সের রেডিওকে কেম্পেস বলেন মেসিদের নিয়ে আশাবাদী তিনি।

“এ পর্যন্ত পাওয়া আর্জেন্টিনার সেরা জাতীয় দল এটা আর এটাই সেরা দল থাকবে। বিশ্বের সেরা খেলোয়াড়টি আমাদের; কিন্তু আমাদের এর সুবিধা নিতে হবে।”

ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ১৮ বছর আগে ক্লাওদিও লোপেসের একমাত্র গোলে একটি প্রীতি ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ জেতার আক্ষেপ রয়ে গেছে কেম্পেসের।

“আমরা (প্রতিযোগিতামূলক ম্যাচে) তাদেরকে তাদের মাটিতে কখনোই হারাতে পারিনি।”

টানা তিন ম্যাচে জয়শূন্য থাকা আর্জেন্টিনা ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপে সরাসরি ৪টি দল খেলবে। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা দলটিকে ওশিয়ানিয়া অঞ্চলের জয়ীদের সঙ্গে প্লে-অফ খেলতে হবে বিশ্বকাপের টিকেটের জন্য।

তবে কোচ বাউসার উপর আস্থা আছে কেম্পেসের।

“আমরা কোচ বাউসাকে দোষ দিতে পারি না। এই মুহূর্তে আমরা সঠিক পথে যাচ্ছি না কিন্তু আমি মনে করি, আর্জেন্টিনাকে এই অবস্থা থেকে টেনে তোলার সামর্থ্য তার আছে।”