জুনিয়র টেনিসে তৃতীয় রাউন্ডে ছিটকে গেলেন বাংলাদেশের প্রীতি

আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালিকা এককের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের আফরানা ইসলাম প্রীতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2016, 12:33 PM
Updated : 9 Nov 2016, 12:34 PM

বাংলাদেশ টেনিস ফেডারেশন বুধবার বিজ্ঞপ্তিতে জানায়, রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালিকা এককে চীনের হুজিয়াও উইয়ের কাছে ৬-১, ৬-০ গেমে হেরে যান প্রীতি।

১৮ বছরের কম বয়সীদের এই প্রতিযোগিতায় মেয়েদের এককে তৃতীয় রাউন্ড পেরিয়েছেন শীর্ষ বাছাই কেইটি লাফ্রান্স; ৪-৬, ৬-৪, ৬-২ গেমে ভারতের রমেশ ঋদ্ধিকে হারান যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়।

এছাড়া ভারতের মুশকান গুপ্তা ৬-২, ৬-১ গেমে চীনের ইয়ান জিংকে, কোরিয়ার পার্ক জি মিন ৬-২, ৬-৪ গেমে স্বদেশী চ্যা ইউ জিয়াওকে, ভারতের কেশপ তানিশা ৬-৩, ৬-২ গেমে চীনের লি জিংগেলকে,  ভারতের হার্শা চ্যালা ৬-২, ৬-২ গেমে কোরিয়ার সিম হায়ানকে, চীনের ওয়াং জিংগেল ৬-২ ৬-১ গেমে ভারতের গাওয়ারিকে এবং জাপানের রুনা ইচি নোজ ৬-৩ ৬-১ গেমে যুক্তরাষ্ট্রের আনিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন।

ছেলেদের এককে ভারতের জাদেভ গুঞ্জন ৬-১, ৬-১ গেমে স্বদেশী প্রনেশ বাবুকে, ভারতের সাচ্চি সরমা ৬-৩,৬-৩ গেমে থাইল্যান্ডের মাইকেলকে, ভারতের শ্রীবাস্তব কারান ৩-৬, ৬-৩, ৬-২ গেমে সিংগাপুরের ওয়েনি জাস্টিনকে, কোরিয়ার পার্ক চ্যাং ৬-৪, ৭-৫ গেমে ফিলিপিনের মাইকেল এলাকে, কেরিয়ার সিন জাং হু ৬-১, ৬-০ গেমে ভারতের নিকিত রেড্ডিকে, ভারতের রিসাভ শারদা ৭-৬, ২-০ (অবসর) গেমে চায়নার চ্যাংকে, কোরিয়ার কিম ২-৬, ৬-১, ৬-১ গেমে মালয়েশিয়ার জিং তাকেশিকে, ভারতের বাদোলা ৬-৪, ৫-৭, ৬-৪ গেমে প্রতিপক্ষ কোরিয়ার কিমকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন।