নিয়ন্ত্রণহীন আরেকটি ঘোড়ার ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন স্প্যানিশ এই ফুটবলার।
রোনালদোর হাত ধরেই ২০১৬ সালের ইউরো জেতে পর্তুগাল। রিয়াল মাদ্রিদ জেতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ইউরোতে ৩ গোল করা পর্তুগিজ এই তারকা গত মৌসুমে রিয়ালের হয়ে ৫১ গোল করেন।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর বিশ্বাস, এবারের ব্যালন ডি’অরে ফেভারিট রিয়াল মাদ্রিদ তারকা।
“এ বছর যদি আমাকে বাছতে দেওয়া হয়, তাহলে আমি মেসির চেয়ে ব্যালন ডি’অরের জন্য ক্রিস্তিয়ানোকেই বেছে নেব সে যা জিতেছে, তার জন্য।”
“এটা সবচেয়ে ভালো হবে যদি ক্রিস্তিয়ানো রিয়ালে থেকে অবসর নেয় এবং পরে ক্লাবের কোনো দায়িত্বে যোগ দেয়।”