জুনিয়র টেনিসে রুবেল, ফারুক দ্বিতীয় রাউন্ডে

বাংলাদেশ আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রুবেল হোসেন ও ফারুক হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 05:36 PM
Updated : 7 Nov 2016, 05:36 PM

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সোমবার বিজ্ঞপ্তিতে জানায়, রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক এককের খেলায় রুবেল ৬-৪, ৬-১ গেমে ভারতের শ্রীনিবাসন শ্যামসুন্দরকে হারান। ফারুক হোসেন ৬-৩, ৬-২ গেমে জিতেছেন ভারতের চিন্ময়ের বিপক্ষে।

সোমবার অন্য ম্যাচে থাইল্যান্ডের ওয়ানচাইহানা পাসিতওয়াসান ৬-৪, ৬-৩ গেমে বাংলাদেশের কাউসার আলীকে, ভারতের ঋষিকৃষ্ণা ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের সাকিবকে, কোরিয়ার কি বুম কিম ৬-৪, ৬-২ গেমে চীনের গুয়ানসেন ওয়েনকে, কোরিয়ার জং হো সিন ৬-২, ৬-২ গেমে চীনের গুয়ানলিন ওয়েনকে, ভারতের প্রভাব আগারওয়াল ৭-৫, ৬-৪ গেমে কোরিয়ার নিথিকর্নকে হারিয়েছেন।

এছাড়া মালয়েশিয়ার নউফল সিদ্দিক ৬-৩, ৬-৩ গেমে চীনের জেং সেন হানকে, ভারদের গুনজন জাদেভ ৬-১, ৬-২ গেমে শাও ইয়ান ওয়ানকে, ভারতের সিদ্ধান্ত মাহেলা ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের নীল সরকারকে, ভারতের জয়ভিন সিদানা ৬-৪, ৬-১ গেমে বাংলাদেশের মেহেদী হাসানকে, ভারতের সারাং পাদসিশ ৬-০ ৬-০ গেমে ইসতিয়াককে, কোরিয়ার জংহান লি ৬-১, ৬-১ গেমে বাংলাদেশের মাহিন রেজা খানকে, ভারতের রবিত কৃষ্ণা ৬-০, ৬-৩ গেমে বাংলাদেশের নাইমুল ইসলামকে, ভারতের প্রসেশ বাবু ৬-৩, ৬-৩ গেমে বাংলাদেশের স্বাধীন হোসেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

১৮ বছরের কম বয়সীদের এই প্রতিযোগিতার বালিকা এককে ভারতের গৌরি ভাগিয়ার কাছে ৬-০, ৬-০ গেমে হেরেছেন বাংলাদেশের শাহ সাফিনা লাক্সমি। এছাড়া ফিলিপাইনের বি ফ্রাঞ্চেস ৩-৬, ৬-২, ৬-৩ গেমে ভারতের মুসকান রঞ্জনকে এবং চীনের চ্যাংজি গাও ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের নাদিয়া ইসলামকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।