সমালোচনায় পাত্তা দিচ্ছেন না জিদান

লেগিয়া ওয়ারসর সঙ্গে ড্র করার পর চারদিক থেকে সমালোচনার তীর ধেয়ে আসছে জিনেদিন জিদানের দিকে। তবে এসবে পাত্তা দিচ্ছেন না বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ। জানিয়েছেন, দীর্ঘ ফুটবল ক্যারিয়ার জুড়ে সমালোচনা কিভাবে সামলাতে হয় শিখেছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2016, 09:10 AM
Updated : 6 Nov 2016, 09:10 AM

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত বুধবার প্রতিপক্ষের মাঠে ৩৫তম মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল। শেষ পর্যন্ত অবশ্য ৩-৩ গোলের ড্র নিয়ে ফেরে জিদানের দল।

এই ম্যাচে বিশেষ করে জিদানের চার জন ফরোয়ার্ড খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। তবে এই সব সমালোচনায় পাত্তা না দিয়ে রোববার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় লেগানেসের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছেন জিদান।

“সমালোচনা সব সময়ই থাকবে। আমি কেবল লেগিয়ার বিপক্ষে ম্যাচটি পেছনে ফেলে এগিয়ে যাওয়া নিয়ে ভাবছি আর রোববারের ম্যাচে মনোযোগ দিচ্ছি।”

“৩০ বছরের বেশি সময় ধরে আমি সমালোচনার মধ্যেই বেঁচেছি, তাই আমি জানি এর পরিবর্তন হবে না। আমি যেটা করতে পারি তা হচ্ছে দলের উন্নতি করানোর চেষ্টা, এর বেশি কিছু নয়। স্পষ্টতই আমাদের উন্নতি করতে হবে।”