চোট পেয়ে মাঠের বাইরে বেনজেমা

লেগানেসের বিপক্ষে মাঠে নামার আগে একটা দু:সংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিতম্বের চোটের কারণে ছিটকে পড়েছেন স্ট্রাইকার করিম বেনজেমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2016, 03:44 PM
Updated : 5 Nov 2016, 03:44 PM

গত বুধবার ইউরোপ সেরার প্রতিযোগিতার গ্রুপ পর্বে পোল্যান্ডের দল লেগিয়া ওয়ারসর মাঠে ৩-৩ গোলে ড্র করে রিয়াল। ওই ম্যাচে শুরুর একাদশে বেনজেমা ও আলভারো মোরাতা জুটিকে আক্রমণভাগে সামনে খেলান জিদান। তবে রোববার লেগানেসের বিপক্ষে লিগ ম্যাচে একই ফরমেশনে দল সাজাতে পারবেন না এই ফরাসি কোচ।

শনিবার সংবাদ সম্মেলনে জিদান বলেন, “করিম আগামীকাল (রোববার) খেলবে না। পোল্যান্ডে ম্যাচের পর সে কিছু সমস্যায় ভুগছে। সে তার নিতম্বে কিছু (সমস্যা) অনুভর করছে। আমরা জানি না সেটা ঠিক কি, আমরা এটা দেখব।”

“এটা ছোট একটা সমস্যা। আমরা এক জন খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিব না যার অল্প চোট আছে।”

হাঁটুর চোটের কারণে গত সাত ম্যাচে না খেলা প্লেমেকার লুকা মদ্রিচ অবশ্য দলে ফিরেছেন। লেগানেসের বিপক্ষে অল্প সময়ের জন্য ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার খেলতে পারেন বলে জানিয়েছেন জিদান।