ফেনেরবাচের কাছে হারল ইউনাইটেড

ফেনেরবাচের কাছে হেরে ইউরোপা লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 05:08 AM
Updated : 4 Nov 2016, 05:35 AM

বৃহস্পতিবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচ তুরস্কের ক্লাবটির কাছে ২-১ গোলে হেরে যায় জোসে মরিনিয়োর দল।

ইস্তানবুলে ম্যাচের ৬৫তম সেকেন্ডে বাঁ দিক থেকে হাসান আলি কালদিরিমের ক্রসে মুসা সোর দর্শনীয় বাইসাইকেল কিকে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির একটু আগে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় পল পগবাকে। ফরাসি এই তারকা মিডফিল্ডারের জোড়া গোলেই ওল্ড ট্র্যাফোর্ডে ৪-১ ব্যবধানে ফেনেরবাচেকে উড়িয়ে দিয়েছিল ইউনাইটেড।

৫৯তম মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান বাড়ান জেরেমাইন লেন্স। গোলরক্ষক দাভিদ দে হেয়া জায়গা ছেড়ে নড়তেই পারেননি।

প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ এক শটে ৮৯তম মিনিটে একটি গোল শোধ করেন অধিনায়ক ওয়েন রুনি।

এই গোলের মাধ্যমে ইউরোপে ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ ৩৮টি গোল করা রুড ফন নিলস্টলরয়কে স্পর্শ করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড।

‘এ’ গ্রুপে ৪ মাচে ফেনেরবাচে ও ফেইনুর্ডের পয়েন্ট ৭। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে মরিনিয়োর দল।

ইউরোপীয় প্রতিযোগিতায় এ নিয়ে নয়টি ম্যাচে জয়হীন থাকল ইউনাইটেড; এর মধ্যে তারা হেরেছে আটটিতেই।

অন্য ম্যাচে গেংককে ৫-৩ গোলে হারানোর ম্যাচে স্পেনের আতলেতিক বিলবাওয়ের সবকটি গোলই করেন ফরোয়ার্ড আরিত্স আদুরিস। এর মধ্যে তিনটি আসে পেনাল্টি থেকে। ইউরোপা লিগে এক ম্যাচে কারও ৫ গোল করার এটাই প্রথম ঘটনা।

এদিন জেকোর জোড়া গোলে রোমা ৪-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া ভিয়েনাকে। তবে ইতালির অন্য দল ইন্টার মিলান ২-১ গোলে সাউথ্যাম্পটনের কাছে হেরেছে।

বৃহস্পতিবার রাতে দুই ম্যাচ বাকি থাকতেই নক-আউট পর্ব নিশ্চিত করেছে জেনিত, শাখতার দোনেৎস্ক, শালকে ও আয়াক্স।