‘আর্জেন্টিনার নেতৃত্ব থেকে সরানো উচিত মেসিকে’

আর্জেন্টিনাকে নেতৃত্ব থেকে লিওনেল মেসিকে সরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন দেশটির সাবেক খেলোয়াড় ও কোচ দানিয়েল পাসারেলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 04:52 PM
Updated : 1 Nov 2016, 04:52 PM

১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক পাসারেলা মনে করেন শক্তিশালী নেতা হওয়ার মতো দৃঢ়তার অভাব আছে মেসির। তার পরিবর্তে দেশটিকে নেতৃত্ব দিতে পারেন ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি।
 
চিলির পত্রিকা এল মেরকুরিওকে আর্জেন্টিনার সাবেক কোচ পাসারেলা বলেন, “আমি মেসির প্রশংসা করি, কিন্তু আমি মনে করি ব্যক্তিত্ব ও ধরনে সে অন্তর্মুখী ও ভীরু।”
 
“আমি মনে করি, আর্জেন্টিনার এরই মধ্যে দারুণ একজন নেতা আছে, যেটা রামিরো ফুনেস মোরি। তার অধিনায়ক হওয়া উচিত।”
 
১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর আর কোনো শিরোপার দেখা পায়নি আর্জেন্টিনা। দেশটির হয়ে চারটি ফাইনালে মেসি খেললেও জয়ের মুখ দেখতে পারেননি।