চোট পাওয়া তারকাদের বিকল্প নিয়ে খুশি বার্সা কোচ

চোটের কারণে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে হবে বার্সেলোনাকে। তবে তাদের বিকল্প খেলোয়াড়দের নিয়ে খুশি কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 12:20 PM
Updated : 1 Nov 2016, 12:20 PM

সিটির মাঠ ইতিহাদে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় খেলতে নামবে এনরিকের দল।

এই ম্যাচে বার্সেলোনাকে খেলতে হবে চোটের কারণে মাঠের বাইরে থাকা জেরার্দ পিকে, জর্দি আলবা, জেরেমি ম্যাতিউ আর আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়া। তবে সিটিকে হারাতে না পারলে এটাকে অজুহাত হিসেবে নেবেন না বলে জানান এনরিকে।

“আমি মনে করি না এই চোটগুলো একটা অজুহাত। মৌসুম চলার সময় সব দলেরই এমন মুহূর্ত আসে।”

“আপনার যে খেলোয়াড় হাতে আছে, তাদের উপরই মনোযোগ দিতে হবে, আমি এটা অনেক সপ্তাহ ধরে বলেছি। আমাদের দারুণ একটি দল আছে এবং আমরা আমাদের সব খেলোয়াড়ের উপর বিশ্বাস রাখি।”

মাঝমাঠে ইনিয়েস্তার জায়গা নেওয়ার লড়াইয়ে আছেন রাফিনিয়া, আর্দা তুরান, দেনিস সুয়ারেস আর আন্দ্রে গোমেস।

“আমি আগেরটির মতো একই ধরনের ম্যাচ আশা করছি। আমি মনে করি না চাপের দিক থেকে তারা আরও বেশি আক্রমনাত্মক হতে পারে কারণ, গত ম্যাচে তারা ভালো চাপ তৈরি করেছে।”

কাম্প নউতে লিওনেল মেসির হ্যাটট্রিকে প্রথম পর্বের ম্যাচটি ৪-০ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা।