ম্যানসিটির জন্য বার্সা ম্যাচ ‘ফাইনাল’

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 11:09 AM
Updated : 1 Nov 2016, 11:09 AM

সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বরুসিয়া মনশেনগ্লাডবাখের পয়েন্ট ৩।

১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নীচে থাকা সেল্টিকের বিপক্ষে পয়েন্ট হারিয়েছিল সিটি। এই ক্ষতি পুষিয়ে উঠতে মরিয়া গুয়ার্দিওলা।

“সেল্টিকের বিপক্ষে ২ পয়েন্ট হারিয়েছি আমরা, তাই এই পয়েন্টগুলো হারানোর বিষয় কাটিয়ে উঠতে হবে আমাদের। এটা তাদের জন্য ফাইনাল নয়, এটা আমাদের জন্য ফাইনাল।”

কাম্প নউতে প্রথম লেগে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল সিটি।

“আমরা চেষ্টা করব। আমরা জিততে পারব না ভেবে কখনোই কোনো ম্যাচ খেলতে নামিনি আমি কিন্তু আমাদের প্রায় নিঁখুত ম্যাচ খেলতে হবে।”