আরও ৪ বছর জার্মানির কোচ লুভ

জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ জেতানো কোচ ইওয়াখিম লুভের সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2016, 01:35 PM
Updated : 31 Oct 2016, 01:35 PM

লুভের অধীনেই ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ও ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে নামবে জার্মানি।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দলকে শিরোপা জেতানো ৫৬ বছর বয়সী লুভ আরও চার বছর জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় ভীষণ খুশি দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাইনহার্ড গ্রিন্ডেল।

“আমি সবসময়ই বলেছি, জাতীয় দলের জন্য লুভের চেয়ে ভালো কোচের কথা আমি কল্পনাই করতে পারি না। তিনি ভালোবাসা ও অভিজ্ঞতা দিয়ে দল পরিচালনা করেছেন এবং বিশ্বকাপে সাফল্য এনেছেন।”

জার্মানির গণমাধ্যমের খবর অনুযায়ী, লুভের বেতনও বেড়েছে। ২০০৬ সালে স্বদেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়া সাবেক এই মিডফিল্ডার নতুন চুক্তিতে প্রতি বছর ৪০ লাখ ইউরো পাবেন।