‘সুয়ারেস বিশ্বের সেরা স্ট্রাইকার’

আতলেতিকো মাদ্রিদ ও উরুগুয়ের ডিফেন্ডার দিয়েগো গদিনের মতে, তার স্বদেশি লুইস সুয়ারেস বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 03:52 PM
Updated : 27 Oct 2016, 03:52 PM

গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৪০ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন সু জেতা সুয়ারেসের সঙ্গে অনেক বছর ধরে উরুগুয়ের জাতীয় দলে খেলছেন গদিন। অবশ্য স্পেনের ক্লাব ফুটবলে ভিন্ন দুই দলে খেলার কারণে মাঝে মধ্যেই প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন তারা। প্রতিপক্ষ সুয়ারেসের প্রশংসায় আরও পঞ্চমুখ গদিন।

ইএসপিএনকে তিনি বলেন, “সে বিশ্বের সেরা ৯ নম্বর খেলোয়াড়, সেরা স্ট্রাইকার। আমরা একে অপরের বিপক্ষে মাঠে নামলে সবসময়ই তাকে মার্ক করা খুব কঠিন হয়ে পড়ে।”

“সে খুবই চালাক, ডি-বক্সে সে খুব গতিসম্পন্ন। প্রতিহত করার প্রশ্নে সে খুবই জটিল ফরোয়ার্ড।”

গত মৌসুমে স্পেনের শীর্ষ লিগের সেরা গোলদাতা এবারও আছেন দারুণ ছন্দে। সতীর্থ মেসির সঙ্গে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭টি গোল করেছেন তিনি।

শনিবার গ্রানাদার বিপক্ষে লিগের পরের ম্যাচে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন সুয়ারেস।