‘মরিনিয়ো গুয়ার্দিওলার যোগ্য প্রতিদ্বন্দ্বী’

লিগে জোসে মরিনিয়োর ম্যানচেস্টার ইউনাইটেড ধুকছে। তবে মরিনিয়ো পাশে পাচ্ছেন দলটির সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনকে। কিংবদন্তি এই কোচ মনে করেন, মরিনিয়ো হবেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার যোগ্য প্রতিদ্বন্দ্বী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 03:37 PM
Updated : 27 Oct 2016, 04:00 PM

নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে লিগে শীর্ষে রয়েছে গুয়ার্দিওলার সিটি। ১৪ পয়েন্ট নিয়ে ইউনাইটেড সপ্তম স্থানে। লিগের প্রেক্ষাপটে সিটিকে শিরোপা জয়ে এগিয়ে রাখার কথাও বলেন ফার্গুসন।

ওল্ড ট্র্যাফোর্ডে লিগের ম্যাচে ইউনাইটেডকে হারিয়েছিল সিটি। গত বুধবার নিজেদের মাঠে মরিনিয়োর দল সে প্রতিশোধ কিছুটা হলেও নিয়েছে। সিটির লিগ কাপের মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেরা আটে উঠেছে তারা।

এদিকে গুয়ার্দিওলার হাত ধরে টানা ১০ ম্যাচ জয়ের পর ছন্দ হারিয়েছে সিটি। নিজেদের শেষ ছয় ম্যাচে জয়শূন্য দলটি। দল নিয়ে উত্থান-পতনের মধ্যে দিয়ে গেলেও সময়ের অন্যতম সেরা দুই কোচের লড়াইটা জমজমাট হবে বলে বিশ্বাস ফার্গুসনের।

“গুয়ার্দিওলার দক্ষতা তর্কের ঊর্ধ্বে, আন্তোনিও কন্তেও চেলসিকে ট্র্যাকে ফিরিয়েছে কিন্তু মরিনিয়োও গুয়ার্দিওলার প্রতিদ্বন্দ্বী হতে পারে।”

“দুটি ভিন্ন ক্লাবের হয়ে সে (মরিনিয়ো) চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং তিনটি ভিন্ন দেশে লিগ শিরোপা জিতেছে। তাদের দ্বৈরথ এবং গুয়ার্দিওলা ও মরিনিয়োর অভিজ্ঞতা প্রতিযোগিতাকে আরও জমজমাট করবে।”